- আন্তর্জাতিক
- চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে নতুন শুরু ইংল্যান্ডের
চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে নতুন শুরু ইংল্যান্ডের

ছবি: এএফপি
ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে স্তব্ধ করে সর্বশেষ আসরের ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। নতুন ইউরো যাত্রায় ওই ইতালির বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার রাতে নাপোলির ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জিতে ইউরো-২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করেছেন হ্যারি কেনরা।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় গ্যারেথ সাউথগেটের দল। ১৩ মিনিটে ডিক্লান রাইস দলকে লিড এনে দেন। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান স্ট্রাইকার হ্যারি কেন।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ওই গোল শোধ করেন ইতালির মাতিও রেটেগুই। এরপর সমতায় ফেরায় চেষ্টা চালিয়ে যায় তারা। ৮০ মিনিটে লাল কার্ড দেখে ইংলিশ ডিফেন্ডার লুক শ’ মাঠ ছাড়লে সুযোগ বেড়ে যায় আজ্জুরিদের। তবে শেষ পর্যন্ত ইংলিশরা রক্ষণ সামলে জয় তুলে নিতে পেরেছে।
মন্তব্য করুন