- আন্তর্জাতিক
- সালমন-শাহরুখকে কীভাবে দেখা যাবে, তথ্য ফাঁস!
টাইগার ৩
সালমন-শাহরুখকে কীভাবে দেখা যাবে, তথ্য ফাঁস!

ছবি- হিন্দুস্তান টাইমস
‘টাইগার ৩’ ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সালমান খানের সঙ্গে তার বিশেষ অ্যাকশন দৃশ্যের জন্য মুম্বাইয়ের ‘যশরাজ স্টুডিয়ো’তে চলছে সেট তৈরির কাজ। শোনা যাচ্ছে, আগামী মাসেই ছবির বিশেষ দৃশ্যের শুটিং করবেন দুই খান। প্রায় দু’সপ্তাহ ধরে চলবে সেই শুটিং।
এবার নতুন খবর ছড়িয়ে পড়েছে মায়ানগরীর অন্দরে। ‘টাইগার ৩’ ছবিতে সালমন এবং শাহরুখকে কীভাবে দেখা যাবে, সেই তথ্যও ফাঁস হয়ে গেছে। সূত্রের মতে, নির্মাতারা শাহরুখ ও সালমনকে নিয়ে ছবিতে জেল থেকে পালানোর একটি দৃশ্য রাখা হয়েছে।
ছবি-বলিউড হাঙ্গামা
গল্পের প্রয়োজনে টাইগারকে জেল থেকে পালাতে হবে। বন্ধুকে সাহায্য করতেই সেখানে হাজির হবে পাঠান। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, জনপ্রিয় ভারতীয় ব্যায়ামবীর ভরিন্দর সিংহ ঘুমন রয়েছেন এই বিশেষ দৃশ্যে। জেলের মধ্যে তার চরিত্রটিই খলনায়ক। শাহরুখ ও সালমন ভরিন্দরের সঙ্গে লড়াই করেই জেল থেকে পালাবেন।
বোঝাই যাচ্ছে ‘পাঠান’ এর মতোই ‘টাইগার ৩’ ছবিতেও ক্যামিয়ো চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ‘পাঠান’-এ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে হাজির হয়েছিলেন সালমন। ফলে দর্শকের কাছে ছবিটি আরও উপভোগ্য হয়ে উঠেছিল। একই নীতিতে সালমনের ছবিতেও শাহরুখের উপস্থিতিকে বড় আকারেই তৈরি করতে চাইছেন নির্মাতারা।
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির। ছবিতে টাইগারের চরিত্রে ফিরছেন সালমন খান। জ়োয়ার চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অন্য দিকে, এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি।
মন্তব্য করুন