- আন্তর্জাতিক
- কোম্পানীগঞ্জে যুবককে পিটিয়ে ও দেশি অস্ত্রের আঘাতে হত্যা
কোম্পানীগঞ্জে যুবককে পিটিয়ে ও দেশি অস্ত্রের আঘাতে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জ থানা। ফাইল ছবি
সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখাল গ্রামে দুলাল মিয়া (৩৫) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে ও দেশি অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। মা ও বাবাসহ পরিবারের সদস্যদেরকে নির্যাতন ও কাজ না করে বখাটেপনায় অতীষ্ঠ হয়ে পরিবারের লোকজনই দুলালকে মারধর করেন এবং এতে দুলাল মারা যান। নিহত দুলাল মিয়া তেলিখাল গ্রামের নিম্বর আলীর ছেল।
পারিবারিক অশান্তি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুলাল তার ভাই হেলালকে মারধর করেন। এর দুদিন আগে বাবা নিম্বর আলীকেও মারধর করেন। গতকালের ঘটনার পর তার বাবা ও সন্তানসহ স্বজনেরা মিলে দুলালকে মারধর করেন। দেশি অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দুলাল। তেলিখাল গ্রাম থেকে তাকে উদ্ধার করে রাত ৮টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানিয়েছেন, ‘দুলালের ওপর তার পরিবারের সবাই ক্ষুব্ধ ছিলেন। কোনো কাজকর্ম করতেন না। মা-বাবার গায়ে হাত তুলতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই হেলালকে মারধর করেন। পরে সবাই মিলে দুলালকেও মারধর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মন্তব্য করুন