- আন্তর্জাতিক
- বৃদ্ধার মৃত্যু নিয়ে গুঞ্জন
বৃদ্ধার মৃত্যু নিয়ে গুঞ্জন

ফাইল ছবি
পিরোজপুরের ইন্দুরকানীতে মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আ. সালাম শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, ২০ বছর আগে মমতাজ বেগমের স্বামী মারা যান। এরপর থেকে তাঁর একমাত্র ছেলে নয়নের সঙ্গে বসবাস করতেন। তবে নয়ন শেখ মাদকাসক্ত হওয়ায় প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন। সব সময় টাকা দিতে না পারায় মায়ের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করতেন নয়ন। এমন কি মাকে একা বাড়িতে ফেলে নয়ন তাঁর শ্বশুরবাড়ি গিয়েও থাকতেন।
তবে এলাকাবাসীর দাবি, ছেলের অত্যাচার সইতে না পেরে মমতাজ বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা মো. আবুল কালাম জানান, মমতাজ বেগম তাঁর ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। মাদক সেবনের টাকা না পেলে নয়ন তাঁর মাকে অত্যাচার করতেন।
নয়ন শেখের দাবি, মানুষ শত্রুতা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন