- আন্তর্জাতিক
- লঙ্কানদের ৭৬ রানে গুটিয়ে বড় জয় কিউইদের
লঙ্কানদের ৭৬ রানে গুটিয়ে বড় জয় কিউইদের

টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের শুরুটাও হল দাপুটে জয় দিয়ে। লঙ্কানদের ৭৬ রানে অলআউট করে ১৯৮ রানে জিতেছে টম ল্যাথামের দল।
অকল্যান্ডে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার পূর্ণ করার তিন বল আগেই ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ফিন অ্যালেন। ফিফটির কাছে গিয়ে ফিরে আসেন ড্যারিল মিচেল (৪৭) ও রাচিন রবীন্দ্র (৪৯)। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন চামিকা করুনারত্নে। ২টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও দাসুন শানাকা।
রান তাড়া করতে নেমে হেনরি শিপলের তোপে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চামিকা করুনারত্নে ১১ ও লাহিরু কুমারা করেন ১০ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও ছুঁতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে শিপলে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লেয়ার তিকনার। রান আউট হন নুয়ানিদু ফার্নান্দো।
মন্তব্য করুন