- আন্তর্জাতিক
- কলকাতায় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি
কলকাতায় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি

কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি: সমকাল
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘১৯৭১-এর ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা শুরু করেছিল, তা নয় মাস ধরে চলে। ওই গণহত্যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের একটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চেষ্টা চলছে এবং জাতিসংঘে এ উদ্যোগ নিশ্চয়ই সফল হবে।’
১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আজ শনিবার কলকাতায় পালিত হলো ‘গণহত্যা দিবস’। বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দিবস নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তখন প্রধানমন্ত্রীর বানী পাঠ করে শোনান কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (রাজনৈতিক) ও তুষিতা চাকমা। অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন মন্ত্রী (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রেস সচিব রঞ্জন সেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।
মন্তব্য করুন