- আন্তর্জাতিক
- বনানীতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
বনানীতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

প্রতীকী ছবি।
ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় আগুনে ভস্মীভূত হয়েছে একটি চলন্ত অ্যাম্বুলেন্স। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে ওই সময় অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম সমকালকে বলেন, অ্যাম্বুলেন্সটি উত্তরার দিকে যাচ্ছিল। চালক ছাড়া গাড়িতে আর কেউ ছিল না। চেয়ারম্যানবাড়ী এলাকায় পৌঁছামাত্র অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এ সময় গাড়ি থামিয়ে চালক বেরিয়ে যান। এতে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িটিতে আগুন লেগেছে।
মন্তব্য করুন