- আন্তর্জাতিক
- সকালে বড় ভাইয়ের ওপর হামলা, বিকেলে ছোট ভাইকে হত্যা
চাঁদা আদায় নিয়ে বিরোধ
সকালে বড় ভাইয়ের ওপর হামলা, বিকেলে ছোট ভাইকে হত্যা
-samakal-641f52b72b1bf.jpg)
আবুল কাসেম।
কুমিল্লায় সিএনজি স্টেশনের চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে আবুল কাসেম (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বুড়িচং উপজেলার শিকারপুর মালি বাড়ির কাছে এ ঘটনা ঘটে। কাসেম উপজেলার ভারিকোঠা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিমসার-কংশনগর সড়কের শিকারপুর এলাকার নারী-পুরুষরা বিচার ও চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে লাশ নিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
নিহতের বড় ভাই সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কালাম বলেন, সকালে তিনি উপজেলার নিমসার বাজারে অটোরিকশা নিয়ে আসেন। এ সময় নিমসার বাজারে চাঁদা আদায় নিয়ে সায়েদুল, মিজান, বাকিরসহ ছয়-সাতজন তাঁর ওপর হামলা চালায়। পরে বিকেল ৩টার দিকে তাঁর ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে স্থানীয় শিকারপুর মালি বাড়ির এলাকায় একই গ্রুপ পথ রোধ করে তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলী বলেন, চাঁদাবাজির কারণে এলাকায় প্রতিনিয়ত নানা অঘটন ঘটে। একটি চক্র প্রথমে বড় ভাই আবুল কালাম পিটিয়ে আহত করে। পরে ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে তাঁকে পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সিএনজি থেকে টাকা আদায় নিয়ে মারামারির ঘটনায় হত্যাকাণ্ডটি ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন