- আন্তর্জাতিক
- কুড়িগ্রামে ট্রাক্টরকে ট্রেনের ধাক্কা
কুড়িগ্রামে ট্রাক্টরকে ট্রেনের ধাক্কা

ছবি- সমকাল।
কুড়িগ্রাম শহরের টগরাইহাট এলাকায় ট্রাক্টরকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরের চালক মো. সফিকুল চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রমনা মেইল লোকাল ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল চৌধুরী সদর উপজেলার ধরলা পাড়ের মাঠের পাড় এলাকার বাসিন্দা।
এই ঘটনায় রমনা মেইল ট্রেনটির ইঞ্জিনের পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১১টায় ট্রেন কুড়িগ্রাম রেলস্টেশন থেকে চিলমারীর পথে গমন করে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামছুজ্জোহা বলেন, টগরাইহাটের ওই স্থানের রেল ক্রসিং অবৈধ। সেখানে আমাদের কোনো গেটম্যান নেই।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানে তিনি মারা যান। এখন পর্যন্ত পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। বিষয়টি জিআরপি পুলিশ দেখছে।
মন্তব্য করুন