- আন্তর্জাতিক
- পাওয়ার ট্রিলারের ধাক্কায় শিশুর মৃত্যু
পাওয়ার ট্রিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় আলামিন হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯ টায় উপজেলার উথলী ফার্মগেট পাড়ায় শিশুটি রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন হোসেন একই এলাকার ডালিম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল শিশু আলামিন হোসেন। এ সময় দ্রুতগামী খড়িবোঝাই একটি পাওয়ার ট্রিলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত শিশু আলামিনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া জানান, মাথায় আঘাত পাওয়ায় শিশুটির মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন