বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পোলতাতলি গ্রামসংলগ্ন গজারিয়া নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বজ্রপাতে নৌকা ডুবে দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এর আগে শনিবার কালবৈশাখীতে উপজেলার অন্তত ১৫টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে।

নিহত দু’জন হলেন– উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত এছাহাক বিশ্বাসের ছেলে আব্দুস শহিদ বিশ্বাস (৬০) ও তাঁর জামাতা সদর ইউনিয়নের বাজিতখা গ্রামের শহিদ ফকিরের ছেলে রাসেল ফকির (৩৫)।

চরএককরিয়া ইউনিয়নের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, রোববার রাতে তারাবির নামাজ পড়ে শহিদ জামাতা রাসেলকে নিয়ে মাছ ধরতে যান। রাত ১২টার দিকে নদীতে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাতে তাঁদের নৌকাটি ডুবে যায়। অন্য জেলে ও নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুই জেলের লাশ নৌপুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় চরলতা গ্রামে আকস্মিক কালবৈশাখীতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্তত ১৫টি বসতঘর। অর্ধশত টিনের ঘরের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে বহু গাছপালা।

ঝড়ে আম-কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালবৈশাখী আঘাত হানে। প্রায় আট মিনিট স্থায়ী হয় ঝড়।