- আন্তর্জাতিক
- ২ ঘণ্টা পর এলিফ্যান্ট রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
২ ঘণ্টা পর এলিফ্যান্ট রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি নয় তলা ভবনে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে বেশ কয়েকটি কম্পিউটারের দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর পায়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, ওই ভবনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর প্রথমে তিনটি এবং পরে একে একে মোট দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন