- আন্তর্জাতিক
- খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি।
খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- উপজেলার হাড়িখালী গ্রামের সরফরাজ ওরফে ফরহাদ শিকদারের ছেলে শাহরিয়ার সিকদার (৭) ও শায়েন সিকদার (৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাড়িখালী গ্রামে শাহরিয়ার ও শায়েন খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এর এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মন্তব্য করুন