- আন্তর্জাতিক
- অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার অস্ত্র তৈরির মূলহোতা শাহাদত হোসেন। ছবি: সমকাল
যশোরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে যশোরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির মূলহোতা শাহাদত হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শাহাজান দেওয়ানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, মঙ্গলবার ভোরে শংকরপুর চোপদারপাড়ায় শাহাদত হোসেনের লেদ কারখানায় অভিযান চালায় ডিবি। এসময় ঘটনাস্থল থেকে একটা রিভলভার, ৪ রাউন্ড গুলি, ১ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্র তৈরির সরঞ্জামাদির মধ্যে রয়েছে, দেশিয় পিস্তল তৈরির লোহার বডি, লোহার চ্যানেল, নল, ট্রিগার, ফায়ারিং পিন, স্প্রিং, ম্যাগাজিন প্রভৃতি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগ্নেয়াস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে, গত বছরের ১৩ অক্টোবর যশোরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় ডিবি। সে সময় শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দোকান মালিক ও কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন