- আন্তর্জাতিক
- ডোমিনোজ পিৎজার ফ্রি খাবার বিতরণ
ডোমিনোজ পিৎজার ফ্রি খাবার বিতরণ

ডোমিনোজ পিৎজা বাংলাদেশ তাদের এবারের রমজান ক্যাম্পেইন ‘বক্সে ছড়াই উৎসবের খুশি’ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার সামনে উন্মোচন করেছে। সম্প্রতি গুলাশান ১-এ অবস্থিত ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে কাস্টমারদের মধ্যে খুশি ছড়াতে এ ক্যাম্পেইনটি তৈরি করা হয়েছে।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় লিমিটেড-এডিশন অগমেন্টেড রিয়েলিটি পিৎজা বক্স তৈরি করেছে; যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কাস্টমার রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মাঝেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন জানিয়েছেন, এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এ জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ বোগো অফার, বাই ওয়ান গিভ ওয়ান অফার; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে ফ্রি খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়েছিল। এ বছর আরও এক ধাপ এগিয়ে ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।
পুরো রমজানজুড়ে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারবেন কাস্টমাররাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট m.dominos.com.bd অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “আমরা ‘বক্সে ছড়াই উৎসবের খুশি’ ক্যাম্পেইনটি নিয়ে অনেক গর্বিত– এটি ঐতিহ্য ও আধুনিক টেকনোলজির এক এমন সংমিশ্রণ, যা কাস্টমারদের উপভোগের পাশাপাশি একটি ভালো উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। কাস্টমারদের প্রতিটি ডোমিনোজ পিৎজা ডেলিভারি অর্ডারের বিপরীতে খাবার পাচ্ছে একটি সুবিধাবঞ্চিত শিশু, যা ডোমিনোজের সামাজিক দায়বদ্ধতা প্রকাশ করে।” v
মন্তব্য করুন