ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পুজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নীচে পড়ে ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্দোরের প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে এ ঘটনা ঘটে।

রামনবমীর সকালবেলা মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে ছিল ভক্তদের প্রচুর আনাগোনা। সেই মন্দির প্রাঙ্গণে ছিল একটি পরিত্যক্ত কুয়া। যদিও সেই কুয়ার মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে আটকানো ছিল। তবে মন্দিরে এত ভিড় হওয়ায় সেই চাপে স্ল্যাব ভেঙে ভেতরে পড়ে যান পুণ্যার্থীরা।

মন্দিরে থাকা ভক্তরাই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ভানাড়ওয়ারকুয়ান পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। জানা গেছে, এখনও পর্যন্ত ২০ জনকে ওই গভীর কুয়া থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ১২ জন নিহত হয়েছে এবং ৮ জন এখনও কুয়ার মধ্যে আটকা আছে।

স্থানীয় কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের অবস্থা খুবই খারাপ। সরু রাস্তার কারণে উদ্ধার কাজে কিছুটা অসুবিধা হচ্ছে। অ্যাম্বুলেন্স পেতেও সমস্যা হচ্ছে। কুয়াটি ৪০ ফুট গভীর, সেখানে একটি লোহার জাল ছিল। এর প্রস্থ একটি ঘরের সমান। লোহার জালের উপর স্ল্যাব বসিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। যজ্ঞের সময় কুয়ার ছাদে বেশি লোক থাকার কারণে জাল ভেঙে দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অনেক শিশু ও নারী কুয়ায় আটকে আছে।

এ বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, অনেককেই উদ্ধার করা হয়েছে। বাকিদের যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা হবে।