- আন্তর্জাতিক
- বিশ্বকাপে সরাসরি খেলার মিশনে প্রোটিয়ারা
বিশ্বকাপে সরাসরি খেলার মিশনে প্রোটিয়ারা

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে। তবে সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখতে হলে কিউইদের হারাতেই হবে শ্রীলঙ্কাকে।
এদিকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকাও। ২০২১ সালে করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া তিন ম্যাচ সিরিজের বাকী দু'টি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। বেনোনিতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি
১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগে শেষ দুই ম্যাচ জিতলে প্রোটিয়াদের পয়েন্ট হবে ৯৮। তখন বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে পড়বে বর্তমানে লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে আছে আয়ারল্যান্ডও। মে থেকে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। ঐ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে দক্ষিণ আফ্রিকার সমান ৯৮ পয়েন্ট হবে আয়ারল্যান্ডের। তখন নেট রান রেটের বিবেচনায় নির্ধারিত হবে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে কোন দল। বাংলাদেশের কাছে এক ম্যাচ হারলেই ঐ অবস্থায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে প্রোটিয়াদের।
মন্তব্য করুন