- আন্তর্জাতিক
- অবৈধ ইমডেমনিটি আইন নতুন প্রজন্মকে জানাতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
অবৈধ ইমডেমনিটি আইন নতুন প্রজন্মকে জানাতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আ ক ম মোজাম্মেল হক- ফাইল ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের অবৈধ ইনডেমনিটি অর্ডিন্যান্স বা দায়মুক্তি অধ্যাদেশ কী ও কখন এটি জারি হয়েছিল– এসব বিষয় নতুন প্রজন্মকে জানাতে হবে।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘খুনি মোশতাক ও জিয়ার অবৈধ সরকারের কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স: পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক কালো আইন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পেছনে ছিল সেনাবাহিনীর বিপথগামী এক দল কর্মকর্তা। তারা খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ রাখত। হত্যার দায় থেকে তাদের বাঁচাতে জারি করা হয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কালো আইন ইনডেমনিটি অর্ডিন্যান্স। অধ্যাদেশটিতে স্বাক্ষর করেছিলেন তৎকালীন অবৈধ রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএইচ রহমান। অধ্যাদেশের সোজাসাপ্টা মানে দাঁড়ায়– বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না। সেই হত্যাকাণ্ডের কুশীলব জিয়া-মোশতাক চক্রের মুখোশ জাতির সামনে উন্মোচন করার জন্য অবশ্যই কমিশন গঠন করতে হবে।
সভায় আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, রুহুল আমিন মজুমদার ও জহির উদ্দিন জালাল, ভাস্কর্য শিল্পী রাসা প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মন্তব্য করুন