- আন্তর্জাতিক
- ঘুষের অভিযোগে দণ্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্পের
ঘুষের অভিযোগে দণ্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্পের

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের অভিযোগে দণ্ড হতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
তবে তার শাস্তি কি হতে পারে তা এখনও প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।
ড্যানিয়েলসকে ১,৩০,০০০ ডলার ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত করার বিচারকের একটি বোর্ড ট্রাম্পকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার পক্ষে ভোট দেয়। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি গ্রেপ্তার হতে পারেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে তিনিই প্রথম সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় শাস্তি পাবেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের পক্ষ থেকে বড় অংকের টাকা ঘুষ দেওয়া হয়। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা গত পাঁচ বছর ধরে তদন্ত করে আসছেন। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প।
এ নিয়ে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের সুনাম তলানিতে ঠেকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও ২০২৪ সালে ফের লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন