- আন্তর্জাতিক
- কাঠগড়ায় কবে দাঁড়াবেন ট্রাম্প, হাতকড়া পরতে হবে কি
কাঠগড়ায় কবে দাঁড়াবেন ট্রাম্প, হাতকড়া পরতে হবে কি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
পর্নো তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৬)। কবে আদালতে হাজির হবেন ট্রাম্প, আদৌ তাঁকে হাতকড়া পরতে হবে কিনা, এসব প্রশ্ন উঠেছে এরই মধ্যে।
ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন জানিয়েছেন, আগামী মঙ্গলবার ট্রাম্প আদালতে হাজির হতে পারেন।
মার্কিন বিধান অনুযায়ী, আদালতে আত্মসমর্পণ করে ট্রাম্পকে হাতের আঙুলের ছাপ দিতে হবে এবং ছবি তুলতে হবে।
তবে নিউইয়র্কে কর্মরত আলজাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোন্ডো বলেছেন, ট্রাম্পকে হয়তো হাতকড়া পরা অবস্থায় দেখতে পাবে না মানুষজন।
সাংবাদিক এলিজোন্ডো বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দোষী সাব্যস্ত হননি, অভিযুক্ত হয়েছেন কেবল। মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হবে, এরপরে গিয়েই চূড়ান্ত রায়ে দোষী হলে সাজা হবে অথবা দোষী না হলে খালাস পাবেন। এ ধরণের মামলায় খুবই কম অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া পরানো হয়।’
সাংবাদিক এলিজোন্ডো আরও বলেন, ‘তবে নাটকীয় কিছু ছবি ঠিকই দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। কারণ ট্রাম্পকে হাজির হতেই হবে। নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। দ্য সিক্রেট সার্ভিস, এফবিআই নিউইয়র্ক পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী যেহেতু সেদিন সেখানে থাকবেন।’
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করেছেন ম্যানহ্যাটানের আদালত। খবর: সিএনএন’র।
ডোনাল্ড ট্রাম্পের আদালতে হাজির হওয়া প্রসঙ্গে সিএনএনকে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন, ‘মঙ্গলবার দেখা হচ্ছে।’
তবে মাইকেল কোহেন এখনই এত দ্রুত অভিযোগ গঠনে অবাক হয়েছেন। তবে যেহেতু এ মামলায় বহুজনের সাক্ষ্য নেওয়ার প্রয়োজন পড়বে। চূড়ান্তভাবে রায় পেতে বেশ সময় লেগে যাবে। কোহেন বলেছেন, ‘সামনে দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে।’
তবে ট্রাম্পের আইনজীবী মনে করছেন, বিচারক অভিযোগ গঠন থেকে সরে আসবেন। বৃহস্পতিবার রাতে সিএনএনকে কোহেন বলেন, ‘গ্র্যান্ড জুরি বরাবর যেসব তথ্য সরবরাহ করা হয়েছে, অভিযোগ গঠন থেকে সরে আসার জন্য তা যথেষ্টের চেয়ে বেশি।’
মন্তব্য করুন