
অমৃতপাল সিংহ (ফাইল ফটো)
ফের নতুন একটি ভিডিও বার্তা দিলেন পাঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এবারের ভিডিওতে বলেন, ‘আমি পলাতক নয়, খুব তাড়াতাড়িই সবার সামনে আসব।’ পরপর দু’দিন দু’টি ভিডিও প্রকাশ করলেন তিনি।
বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করা ওই ভিডিওতে ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র ‘পলাতক’ প্রধান বলেন, ‘আমি পলাতক নই, বিদ্রোহী। আমি কোথাও পালিয়ে যাইনি। খুব শিগগিরই সকলের সামনে আসব।’
নতুন ভিডিওতে অমৃতপাল সিংহ (ছবি-ট্রিবিউন ইন্ডিয়া)
ওই ভিডিওতে অমৃতপাল আরও বলেন, ‘সরকারকে ভয় পাই না আমি। তারা যা খুশি করতে পারেন। কেউ আমায় মারতে চাইলেও আমি ভয় পাই না।’ তাঁর পরিবারকে ধৈর্য হারাতে না করেছেন অমৃতপাল। তিনি বলেন, ‘এক কণ্টকাকীর্ণ পথে হাঁটছি আমি।’
কখনও পাঞ্জাব, কখনও হরিয়ানা, কখনও বা নয়াদিল্লি, নজরদারি ক্যামেরায় বারবার নানা বেশে নানা রূপে ধরা দিয়েছেন তিনি। তবে পুলিশ এখনও নাগাল পায়নি তার। মাঝখানে খবর রটে গেছে যে, অমৃতসরের স্বর্ণমন্দিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন অমৃতপাল।
গত বুধবার বিকেলে হঠাৎই একটি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। লাইভ চলাকালীন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘যেভাবে সরকার আমার সহযোগীদের গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের এখন এক হয়ে স্বাধীন পাঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত।’
যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল লাইভ ভিডিওতে এসেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।
গত ১১ দিন ধরে পলাতক রয়েছেন অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপালপ্রীত সিংহ। নাগালে পেয়েও তাদের ধরতে পারেনি পুলিশ। বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন খলিস্তানি নেতা।
মন্তব্য করুন