- আন্তর্জাতিক
- ভারতে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত বেড়ে ৩৫, উদ্ধার ১৪
ভারতে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত বেড়ে ৩৫, উদ্ধার ১৪

মন্দিরের কুয়ার ছাদে ধস। ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত অবস্তায় উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। গতকাল বৃহস্পতিবার সকালে ইন্দোরের প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে এ ঘটনা ঘটে।
রামনবমীর সকালবেলা মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে ছিল প্রচুর ভক্ত সমাগম। মন্দির প্রাঙ্গণে ছিল একটি পরিত্যক্ত কুয়া। যদিও সেই কুয়ার মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে আটকানো ছিল। তবে মন্দিরে এত ভিড় হয়, লোকজনের চাপে স্ল্যাব ভেঙে ভেতরে পড়ে যান প্রায় ৫০ জন পুণ্যার্থী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া উদ্ধার অভিযান শুক্রবার সকাল পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।
মন্তব্য করুন