চিকিৎসা শেষে ভ্যাটিকান ফিরেছেন পোপ ফ্রান্সিস। তিনি শনিবার হাসপাতাল ত্যাগ করেন। এসময় মজা করে তিনি বলেন, আমি এখনও বেঁচে আছি।  

বুধবার শ্বাসকষ্টের কারণে পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে। বিবিসি।  

৮৬ বছর বয়সী পোপ হাসপাতাল ত্যাগ করার সময় তার গাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান ও অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি ভয় পাইনি এবং এখনও বেঁচে আছি। 

এ সময় তিনি নিশ্চিত করেন, সেন্ট পিটার্স স্কয়ারে ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং সাপ্তাহিক ভাষণ দেবেন।

এই বিষয়ে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, হাসপাতাল থেকে ফিরে তিনি রোববার সেন্ট পিটার্স স্কয়ারে ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

২০২১ সালে জেমেলিতেও কোলন সার্জারির পর এটি ছিল ফ্রান্সিসের দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া।