পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সব সেক্টরের কার্যক্রম কম্পিউটারাইজড করছে। এখন কম্পিউটারে চেক করলেই তথ্য বেরিয়ে আসে। সে লক্ষ্যকে সামনে রেখেই মেধাবী শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ল্যাপটপের ছোট সংস্করণ ট্যাব। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া মোটই সম্ভব নয়। তাছাড়া আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তারাই দেশের চালিকা শক্তি। 

বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি এই কথা বলেন। এই সময় মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অতিরিক্ত ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের অংশীদার হিসেবে আমরা যে যে অবস্থানেই আছি না কেন প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এতেই প্রমাণিত হয় বঙ্গবন্ধু ও তার কন্যার মতো এতো বেশি শিক্ষা বান্ধব আর কেউ নেই। এই সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকার জন-বান্ধব সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। এতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসার আজাদুর রহমান। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, অধ্যক্ষ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শহীদুল্লা প্রধান, নুর মোহাম্মদ ও শাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ।