শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ডেভেলপের কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছিলেন একদল এআই বিশেষজ্ঞ এবং শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্বরা। এই দলে মার্কিন ধনকুবের টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্কও রয়েছেন।  ‘ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট’-এর এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। 

এতে মাস্কসহ সহস্রাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা স্বাক্ষর করেন। এ ছাড়া স্বাক্ষরদাতাদের মধ্যে ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, স্ট্যাবিলিটি এআই’র প্রধান নির্বাহী ইমাদ মোস্তাক, অ্যালফাবেট মালিকানাধীন এআই কোম্পানি ‘ডিপমাইন্ডের’ গবেষকদের পাশাপাশি ইয়োশুয়া বেনজিও ও স্টুয়ার্ট রাসেলের মতো এআই বিশেষজ্ঞরাও।

তবে এ প্রসঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি মনে করছেন, এআই খাতের সেরা ব্যবহার নিশ্চিতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি স্থগিত করার আহ্বান যুক্তিসংগত নয় বলে মনে করেন তিনি।

আলোচিত ওই চিঠিতে, মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন এআইর নতুন চ্যাটবট ‘জিপিটি ৪’– এর চেয়ে ক্ষমতাধর প্রযুক্তির উন্নয়ন স্থগিত করার আহ্বান ছিল। ‘জিপিটি ৪’ সৃজনশীল বিভিন্ন কাজের মধ্যে উপন্যাস লেখা, সংগীত রচনা কিংবা ছবি আঁকার মতো কাজগুলো করতে পারে।

উল্লিখিত চিঠির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্বাক্ষরকারীদের দাবি হচ্ছে, স্বাধীন বিশেষজ্ঞদের সহায়তায় এআই প্রযুক্তির জন্য সুরক্ষা প্রোটোকল তৈরি, বাস্তবায়ন করতে হবে। এটি হওয়ার আগ পর্যন্ত উন্নত এআই ব্যবস্থা তৈরির কার্যক্রম বন্ধ রাখা জরুরি বলে মনে করছেন তারা।

এর জবাবে বিল গেটস বলছেন, আমি মনে করি না যে, এআই’র গতিপথ আটকে দিয়ে কোনো সমাধান আসবে। বরঞ্চ আমাদের চ্যালেঞ্জগুলো খুঁজে বের করে, এটি নিয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য,  কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে চ্যাটজিপিটি ডেভেলপকারী কোম্পানি ওপেনএআই–এ কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। বিল গেটস, এআইকে ইন্টারনেট কিংবা সেলফোনের মতোই বৈপ্লবিক প্রযুক্তি বলে মনে করেন।