- আন্তর্জাতিক
- রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

সোমবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীর লালনশা পার্ক এলাকা থেকে তোলা। ছবি: শরিফুল ইসলাম তোতা
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বার বার ভেঙে যাচ্ছে রাজশাহীতে। সোমবার বিকেল ৩টার দিকে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৬ শতাংশ।
এর আগের দিন রোববার ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি, শনিবার ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। বর্তমানে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। আর্দ্রতা কম থাকায় শুস্ক আবহাওয়া বিরাজ করছে। এতে শরীর ঘামছে না। তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, এ তাপদাহ অব্যাহত থাকবে আরও কিছুদিন। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে।
এ দিকে তীব্র তাপদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে মানুষ কাজ করতে পারছে না। তবুও জীবিকার তাগিদে অনেকেই কাজে বের হচ্ছেন। তবে কাজ জুটছে কম।
মন্তব্য করুন