- আন্তর্জাতিক
- নারী উদ্যোক্তাদের হাটবাজার মেলা
নারী উদ্যোক্তাদের হাটবাজার মেলা

টাঙ্গাইল পৌরসভায় নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা - সমকাল
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী উই হাটবাজার মেলা হয়েছে। ঈদ উপলক্ষে গতকাল শনিবার পৌরসভার সভাকক্ষে এ মেলার আয়োজন করে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ মেলা। মেলায় ১৩টি স্টল বসেছিল।
হাতে তৈরি নানা ধরনের পণ্যে সাজানো হয়েছিল একেকটি স্টল। কোনোটিতে পোশাক, অলংকার, হস্তশিল্প, কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ।
ক্রেতা তানজিন তালুকদার বলেন, ‘উই হাটবাজার ঘুরে ভীষণ ভালো লাগল। দেশি পণ্যের সমাহার দেখে মন ভরে ওঠে। সেই সঙ্গে দামটাও মার্কেটের তুলনায় কম মনে হয়েছে।’
আয়োজকদের দাবি, দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শুরু হয়েছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে।
মন্তব্য করুন