- আন্তর্জাতিক
- হজযাত্রীদের করোনার টিকা নিতে হবে মৌসুম শুরুর ১০ দিন আগে
হজযাত্রীদের করোনার টিকা নিতে হবে মৌসুম শুরুর ১০ দিন আগে

ফাইল ছবি
হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রণালয়টি এ তথ্য জানায়।
এক টুইটার ব্যবহারকারী মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানতে চান, হজে যেতে হলে করোনার তৃতীয় ডোজ টিকা নিতে হবে কিনা। জবাবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় সব টিকা নিতে হবে। হজ মৌসুম শুরুর অন্তত ১০ দিন আগে করোনার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। খবর গালফ নিউজের।
আগামী ৫ মে থেকে হজের আবেদন গ্রহণ শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ হতে পারে।
হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন।
মন্তব্য করুন