পর্তুগালে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবসটি পালিত হয়। তবে বেতন বাড়ানো, কর্ম ঘণ্টা কমানো সময় বিভিন্ন দাবিতে স্লোগান ও ব্যানার নিয়ে বিক্ষোভও করেন দেশটির নাগরিকরা।এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতিও প্রকাশ করেন।

রাজধানী লিসবনের মার্তিম-মুনিজ এলাকার সেন্ট্র কমার্শিয়াল মুরারিয়ার সামনে থেকে বিক্ষোভ মিছিল আলা মেদাতে গিয়ে শেষ হয়।এতে কয়েক হাজার সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও অভিবাসী নাগরিকরা অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ফুল, ব্যানার, পোস্টার দেখা যায়। বিক্ষোভকারীদের দাবির মধ্যে অন্যতম ছিল, ইউরোপের অন্য দেশের মতো পর্তুগালে মাসিক বেতন-ভাতা বৃদ্ধি করা, সপ্তাহে কর্ম ঘণ্টা কমিয়ে ৩৫ ঘণ্টা করা, বাড়ি ভাড়া কমানো।

এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়।