দেউলিয়ার খাতায় নাম লেখাতে ভারতীয় বিমান সংস্থা গো ফার্স্ট আবেদন করেছে। মঙ্গলবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে (এনসিএলটি) এ আবেদন করে। একই সঙ্গে ‘মারাত্মক তহবিল সংকট’ এর কারণ দেখিয়ে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার অস্থায়ীভাবে ফ্লাইট স্থগিত করেছে সংস্থাটি। পিটিআই সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। 

গো ফার্স্টের চিফ এক্সিকিউটিভ কৌশিক খোনা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এনসিএল আবেদন গ্রহণ করলে ফ্লাইট আবার শুরু হবে। ২৮টি উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে, যা তার বহরের অর্ধেকেরও বেশি। 

গো ফার্স্ট বিমান সংস্থায় ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি।

গো ফার্স্ট দাবি করেছে, প্র্যাট অ্যান্ড হুইটনির (পিঅ্যান্ডডব্লিউ) সরবরাহ করা জিটিএফ (গিয়ারড টার্বোফ্যান) ইঞ্জিনগুলোতে ক্রমাগত সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু সরবরাহকারী কোম্পানি নির্ধারিত সময়ে ইঞ্জিন মেরামতে ব্যর্থ হয়। ফলে সংস্থাটি বাধ্য হয়ে দেউলিয়ার খাতায় নাম লেখাতে আবেদন করেছে।

বিষয় : দেউলিয়ার খাতা ভারতীয় বিমান গো ফার্স্ট

মন্তব্য করুন