- আন্তর্জাতিক
- অমর্ত্য সেনকে দেওয়া বিশ্বভারতীর নোটিশে হাইকোর্টের স্থগিতাদেশ
অমর্ত্য সেনকে দেওয়া বিশ্বভারতীর নোটিশে হাইকোর্টের স্থগিতাদেশ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি-সংগৃহীত
হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত ১৩ ডেসিমেল জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার অমর্ত্য সেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর ওই জায়গা খালি করার নোটিশের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে।
৬ মে'র মধ্যে তাঁর শান্তিনিকেতনের পৈতৃক বাড়ির ১৩ ডেসিমেল জায়গা খালি করে দেওয়ার কথা জানিয়ে অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছিল বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার।
প্রসঙ্গত, বেশ কিছু মাস ধরেই বেশ আলোচনা চলছিল বিশ্বভারতীতে অমর্ত্য সেনের জমি নিয়ে। জমি সংক্রান্ত বিবাদের জেরে অমর্ত্য সেনকে ১৫ দিনের চূড়ান্ত সময় দিয়ে উচ্ছেদের নোটিশ পাঠায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জমি হস্তান্তরের জন্য অমর্ত্য সেনকে শেষ সময় দেওয়া হয় আগামী ৬ মে পর্যন্ত। নোটিশে উল্লেখ রয়েছে, ৬ মে এর মধ্যে জমি হস্তান্তর না করলে উচ্ছেদ করা হবে। অন্যদিকে অমর্ত্য সেন বিশ্বভারতীর নির্দেশের স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা জজ কোর্টে মামলা করেন। তবে তার অভিযোগ ওই আদালত হয়তো আবেদনের গুরুত্ব বুঝতে পারেনি। তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
এদিকে হাইকোর্টের নির্দেশ আসার আগেই অমর্ত্য সেনের বাসভবন রক্ষায় ওই বাড়ির সামনে আগামী ৬ ও ৭ মে দলীয় কর্মীদের লাগাতার অবস্থান কর্মসূচির নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কর্মসূচিকে সমর্থন জানিয়ে কলকাতার তৃণমূল পন্থী বুদ্ধিজীবী কবির সুমন, পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নরা শান্তিনিকেতনে 'প্রতীচী'র পাশে আগামী ৬-৭ মে দিনভর অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। যদিও বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে বাড়ি পাহারার এই কর্মসূচি আপাতত অর্থহীন হয়ে পড়েছে। তবুও বিশ্বভারতীকে চাপে রাখতে আগামীকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে।
মন্তব্য করুন