- আন্তর্জাতিক
- আগুনে পুড়ে ধ্বংসস্তূপ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান
আগুনে পুড়ে ধ্বংসস্তূপ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

পটুয়াখালীতে আগুনে অন্তত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২৮টি আবাসিক ভবন পুড়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ভবন। অল্পের জন্য রক্ষা পেয়েছে অগ্রণী ব্যাংকের শাখা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্পন্ন না হওয়ায় এর কোনো হিসাব পাওয়া যায়নি। গত বুধবার সন্ধ্যার পর শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার গিয়ে ধ্বংসস্তূপ দেখে বোঝা যায় আগুনের ভয়াবহতা ছিল কতটা। সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আবাসিক ভবনের মালিকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। পুড়ে যাওয়া জিনিসপত্র সরাতে ও সড়ক চলাচলের উপযোগী করতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও কাজ শুরু করেছেন।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম প্রমুখ।
অগ্নিকাণ্ডের পর পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকারকে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি আগুনের সূত্রপাত ও কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্তদের ও ক্ষয়ক্ষতির তালিকা করবে।
স্থানীয় ব্যবসায়ী মো. শাকিল খান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে।
পটুয়াখালীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আগুনের তীব্রতা বেড়ে যায়। পানি সংকটের কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’
মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্তদের পৌরসভা থেকে সহযোগিতা করা হবে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যক্তিদের সহযোগিতার ব্যবস্থা করবেন।
মন্তব্য করুন