নারী উদ্যোক্তাদের ই-কমার্শিয়াল প্ল্যাটফর্ম ‘উই বাজার’-এর ‘ঈদের হাট’ ইভেন্টে সফলদের সম্মাননা ও পুরস্কৃত করেছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসি)। শুক্রবার চেম্বার মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আয়োজনে সিডব্লিউসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সহধর্মিণী নিলুফা ফারুক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইম্যান চেম্বারের পরিচালক শামীম মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্য দেন হাসিনা আহমেদ ও সুরাইয়া আকরাম। অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন নারী উদ্যোক্তা বিবি খোদেজা জেসী, উম্মে লুসি মুনা, নার্গিস আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নিলুফা ফারুক খান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে আমরা নারী-পুরুষ একসঙ্গে কাজ করে এগিয়ে যাব। ডিজিটাল যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর সুফলগুলো ঘরে তুলব। নারীর অর্থনৈতিক উন্নয়ন ঘটলে নারীর ক্ষমতায়নকে কেউ রুখতে পারবে না।

অনুষ্ঠানে ‘ঈদের হাট’ ইভেন্টের প্রথম পর্বে টপ পোস্ট ক্যাটাগরিতে আরিফা ইসলাম, ইনভাইটেশন ক্যাটাগরিতে বিবি খোদেজা জেসী, কমেন্ট ক্যাটাগরিতে রুনা ইসলামকে পুরস্কৃত করা হয়। দ্বিতীয় পর্বে টপ পোস্ট ক্যাটাগরিতে নাহিদা পপি, ইনভাইটেশন ক্যাটাগরিতে শাকিলা আক্তার, কমেন্ট ক্যাটাগরিতে রুনা ইসলাম পুরস্কার পান। এ ছাড়া শেয়ার ক্যাটাগরিতে সাঈদা ওমাইরা। ‘ঈদ রসনা বিলাস’ প্রতিযোগিতায় নার্গিস আক্তার। এ ছাড়া পুরস্কৃত করা হয়েছে উই বাজার গ্রুপে টপ কনট্রিবিউটর উম্মে লুসি মুনা, ফারহানা বেগম, তুররানী সুলতানা, উম্মে ফাতেমা শেলীকে।