হাইকোর্টের অন্তবর্তী স্থগিত আদেশের জেরে বিশ্বভারতী পিছু হটলেও নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতি সমর্থন জানাতে ঘোষিত কর্মসূচি থেকে পিছিয়ে এলো না কলকাতার তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। শনিবার বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচীর’ সামনে আয়োজন করা হয় প্রতিবাদ সভা। রোববারও চলবে এই কর্মসূচি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৭০ জন বাউলদের সঙ্গে নিয়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসপন্থী বুদ্ধিজীবী শিল্পী শুভাপ্রসন্ন, পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী কবীর সুমন, চিত্রশিল্পী যোগেন চৌধুরীসহ অনেকেই।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে ‘বিতর্কিত’ ১৩ ডেসেবল জমি থেকে উচ্ছেদে নোটিশ পাঠায়। তিনি এই জমি দখল করে রেখেছেন- বিশ্বভারতী কর্তৃপক্ষের এই অভিযোগের সমালোচনা শুরু হয়। প্রয়াত বাবা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি তাঁরই, দাবি করেন অমর্ত্য সেন৷ এরই মধ্যে এই মর্মে সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার হাইকোর্ট বিশ্বভারতীর জমি খালি করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত ওই ১৩ ডেসিমেল জমি নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বুধবার মামলার প্রথম শুনানি।   

এর আগে বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দেওয়া হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিশ্বভারতী যাতে অমর্ত্য সেনের বিতর্কিত সেই জমি দখল না করতে পারে, সেজন্য সব বাউল শিল্পী যেন রোববার এবং সোমবার দুই দিন শান্তিপূর্ণ অবস্থানে বসেন। ‘বিশ্বভারতী বাঁচাও কমিটির’ ব্যানারে শনিবার অমর্ত্য সেনের সমর্থনে সেই ‘সাংস্কৃতিক প্রতিরোধ’ চলছে।