- আন্তর্জাতিক
- চার্লসের রাজ্যাভিষেকে সিট নিয়ে 'বিব্রত' কেটি পেরি
চার্লসের রাজ্যাভিষেকে সিট নিয়ে 'বিব্রত' কেটি পেরি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছে শনিবার। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন মার্কিন সংগীত তারকা কেটি পেরি। কিন্তু অভিষেক অনুষ্ঠানে 'বিব্রতকর পরিস্থিতি'র মুখোমুখি হন এই সংগীত তারকা! অনুষ্ঠানে নিজের বসার আসন (সিট) খুঁজে পেতে সমস্যা হয় তার।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে কেটি পেরি বসার সিট খুঁজছিলেন- এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ৩৮ বছর বয়সী এই গায়িকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ভিড়ের মধ্যে তার নির্ধারিত সিট খুঁজছেন। একবার তিনি সিটের লাইন ধরে সামনে যাচ্ছেন, আবার পেছনের দিকে আসছেন। অবশেষে পেরি অতিথিদের একটি সারিতে থামেন এবং একটি আসনের দিকে ইঙ্গিত করে বুঝালেন যে, সিটটি তার।
আর এ বিষয়টি কেটির ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেয়। তার এক ভক্ত টুইটারে লিখেন, 'কেটি পেরি এখনও তার সিট খুঁজে বেড়াচ্ছেন।' আরেক ভক্ত টুইটারে লিখেন, 'কেটি যেভাবে টুপি পরে তার সিট খুঁজে বেড়াচ্ছেন-তা একইসঙ্গে মিষ্টি এবং মজার।'
আরেকজন প্রশ্ন করেন, 'কেটি কি তার সিট খুঁজে পেয়েছেন?'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেটি পেরি তার ভক্তদের উদ্দেশে টুইটারে জানান, 'চিন্তা করবেন না, আমি সিট খুঁজে পেয়েছি।'
কেটি তার বাহারি পোশাকের সঙ্গে রাজকীয় একটি বড় টুপি পরে রাজ্যাভিষেক অনুষ্ঠানে হাজির হন।
মন্তব্য করুন