- আন্তর্জাতিক
- ৯ মাস পর ফিরল চীনের গোপন মহাকাশযান
৯ মাস পর ফিরল চীনের গোপন মহাকাশযান

চীনা মহাকাশযান
দীর্ঘ ২৭৬ দিন কক্ষপথে থাকার পর মনুষ্যবিহীন চীনা গোপন একটি মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছে। পরীক্ষামূলক এই মহাকাশযানটি চীনের উত্তর-পশ্চিমের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ ঘাঁটিতে গতকাল সোমবার অবতরণ করে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের এই গবেষণা ভবিষ্যতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আরও সুযোগ-সুবিধা এবং কম খরচে রাউন্ড-ট্রিপ পদ্ধতির সুফল দেবে। ২০২২ সালের আগস্টে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।
বিষয় : চীনা মহাকাশযান কক্ষপথ মহাকাশযান
মন্তব্য করুন