- আন্তর্জাতিক
- কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার, বিশ্বকাপে থাকবেন বোল্ট?
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার, বিশ্বকাপে থাকবেন বোল্ট?

নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ছবি: ফাইল
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে গত নিজের আগস্টে নাম কেটে দেওয়ার অনুরোধ করেন ট্রেন্ট বোল্ট। বোর্ডের সঙ্গে সম্পর্কে জটিলতা নয় বরং আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মনোনিবেশ করতে চাওয়ায় ওই সিদ্ধান্ত নেন তিনি।
সুইংয়ে দারুণ দক্ষ বাঁ-হাতি পেসার বোল্টের চাওয়া মতো তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। এরপর কিউই বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট সংবাদ মাধ্যমকে গত সপ্তাহে বলেছেন, কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন তাদেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশি।
চুক্তি থেকে নাম প্রত্যাহার করা ট্রেন্ট বোল্ট অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে থাকবেন কিনা ওই প্রশ্ন তাই উঠছেই। মঙ্গলবার (৯ মে) বোল্ট ওই প্রশ্নের মুখোমুখি হন। জাবাবে সংবাদ মাধ্যমকে তিনি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানান।
বোল্ট বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলার বড় ওই স্বপ্নটা এখনও লালন করি। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৩ বছর খেলতে পারায় আমি গর্বিত। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে। তবে বিশ্বকাপে খেলার শতভাগ ইচ্ছে আমার আছে, এইটুকু কেবল বলতে পারি।’
বোল্টের বিশ্বকাপ খেলার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বোর্ড সিইও হোয়াইটও। তিনি জানিয়েছেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বোল্ট না থাকলে তিনি খুবই বিস্মিত হবেন, ‘ট্রেন্টের সঙ্গে গত কয়েক সপ্তাহ এবং মাস আমাদের অনেক কথা-বার্তা হয়েছে। সে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে না খেললে আমি খুবই বিস্মিত হবো।’
এছাড়া নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও জাতীয় দলের দরজা বোল্টের জন্য খুলে রেখেছেন। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টেস্ট দলে বোল্টকে না নিলেও তিনি জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে বোল্টের খেলার সব সম্ভাবনাই আছে। ইনজুরি নিয়ে কেন উইলিয়ামন বিশ্বকাপ থেকে ‘ছিটকে’ যাওয়ায় বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিতে চাইবেন না কোচ স্টিড।
নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী বোল্ট গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে শেষ টি-২০ খেলেন। এরপর জাতীয় দলের জার্সিতে কোন ম্যাচ খেলেননি তিনি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। তবে চলতি আইপিএলে দারুণ বোলিং করছেন তিনি।
মন্তব্য করুন