- আন্তর্জাতিক
- পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি
পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি

ইতালির রোমে শনিবার অবতরণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ইতালির রাজধানী রোম সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোমে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর: বিবিসি’র।
‘ইউক্রেনের জয়ের পথে এগিয়ে যেতে এই সফর গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। রোমে অবতরণ করে টুইটে এ কথা বলেন তিনি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও ম্যাতারেল্লার সঙ্গে বৈঠকের পর শনিবার বিকেলে ভ্যাটিক্যানের দিকে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির সফর উপলক্ষে রোমের আকাশে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে এবং শহরজুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পোপ ফ্রান্সিস এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চান বলে জানিয়েছিলেন। এ মাসের শুরুতে পোপ বলেছিলেন, যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। ওই পরিকল্পনা প্রকাশের পর তা নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছিলেন পোপ।
২০২০ সালে পোপের সঙ্গে জেলেনস্কির দেখা হলেও রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম দুজনের সাক্ষাৎ হতে যাচ্ছে।
মন্তব্য করুন