- আন্তর্জাতিক
- বিনা চিকিৎসায় জীবনের ঝুঁকিতে গাজার ক্যানসার রোগীরা
বিনা চিকিৎসায় জীবনের ঝুঁকিতে গাজার ক্যানসার রোগীরা

ফিলিস্তিনের গাজার ক্যানসার রোগী দিনা আল দানি তার নিয়মিত চিকিৎসার জন্য জেরুসালেম যেতে পারছেন না। ছবি: রয়টার্স
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারী লোকজন বাইরের দুনিয়ার সঙ্গে যাতায়াতে যে দুটি ক্রসিং ব্যবহার করেন, গত মঙ্গলবার হামলা শুরু করার পর তা বন্ধ করে দিয়েছে। ফলে ক্যানসারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত দুই শতাধিক মানুষ মারাত্মক বিপদে পড়েছেন। খবর: বিবিসি’র।
গাজায় গত পাঁচ দিন ধরে কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে সেখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেকায়দায় পড়েছে নারী ও শিশুসহ দুই শতাধিক রোগী।
২৩ লাখ মানুষের বসতি গাজা উপত্যাকার গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েল থেকে আসা জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে জ্বালানি সংকটে এটিও তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে। প্রায় অর্ধেক বিদ্যুতের সরবরাহ আসে এই কেন্দ্রটি থেকে।
১৪০ জনের মতো স্বেচ্ছাসেবীও এবারের ইসরায়েলি হামলার কারণে গাজায় আটকা পড়েছেন। গত সপ্তাহে গাজায় পৌঁছানো এই স্বেচ্ছাসেবীদের মাঝে রয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালসের কনসালট্যান্ট সার্জন অধ্যাপক নিক মায়ানার্ড। ফিলিস্তিনি চিকিৎসকদের ক্যানসার সার্জারির প্রশিক্ষণ দিতে তিনি গাজায় গিয়েছেন।
ডা. নিক মায়ানার্ড বলেন, ‘এখানে যেসব চিকিৎসকদের সঙ্গে কাজ করছি, তাদের অনেক রোগী আছে যাদের খুবই জরুরি ভিত্তিতে ক্যানসারের চিকিৎসাটা দরকার। এই চিকিৎসা বিলম্ব হচ্ছে। এর ফলে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।’
মন্তব্য করুন