- আন্তর্জাতিক
- রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে দুর্বৃত্তের গোলাগুলি, নিহত ১
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে দুর্বৃত্তের গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্প। ছবি-সংগৃহীত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে কুতুপালংয়ের ক্যাম্প-১৭ তে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন- ক্যাম্প ১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।
এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্প-১৭ তে সোমবার দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে এবিপিএন সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। এসময় এপিবিএন সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দু'জন কে আটক করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন