- আন্তর্জাতিক
- আল-আকসায় ইসরায়েলিদের পতাকা মিছিল, সাংবাদিকসহ ফিলিস্তিনিদের ওপর হামলা
আল-আকসায় ইসরায়েলিদের পতাকা মিছিল, সাংবাদিকসহ ফিলিস্তিনিদের ওপর হামলা

পূর্ব জেরুসালেমের দামেস্ক গেটে পতাকা মিছিল থেকে ইসরায়েলিরা সাংবাদিকদের ওপর পাথর ও লাঠিসোটা ছুড়ে মারে এবং বর্ণবাদী স্লোগান দেন
জেরুসালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসাসহ অত্র এলাকায় পতাকা মিছিল করে ‘জেরুসালেম দিবস’ পালন করেছেন কট্টর জাতীয়তাবাদী ইসরায়েলিরা। এ সময় সাংবাদিকসহ ফিলিস্তিনিদের ওপর পাথর ও লাঠিসোটা ছুড়ে মারা হয়েছে এবং ইসরায়েলিরা বিভিন্ন বর্ণবাদী স্লোগান দিয়েছেন। খবর: আরব নিউজ ও বিবিসি’র।
বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমের দামেস্ক গেটে এক হাজার ২০০ জনের বেশি ইসরায়েলির পুলিশবেষ্টিত পতাকা মিছিল থেকে সাংবাদিকদের ওপর পাথর ও লাঠিসোটা ছুড়ে মারা হয়।
হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী, পূর্ব জেরুসালেমের দখলের দিনটিকে বিশেষভাবে উদযাপন করে ইসরায়েলিরা। দেশের পতাকা নিয়ে নৃত্য, সংগীত ও ড্রামের তালে তালে ইসরায়েলিদের মিছিল দামেস্ক গেট পর্যন্ত যায়।
গতকালের মিছিলে ইসরায়েলে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-জিভির, অর্থমন্ত্রী বেজেলেল স্মট্রিচ, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ, ও নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইউলি এডেলস্টেইনসহ জ্যেষ্ঠ নেতারা জেরুসালেম দখলের উদযাপন মিছিলে যোগ দেন।
মিছিল আল-আকসা মসজিদ প্রাঙ্গণেও প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। জোহরের নামাজের পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫০ বছরের কম বয়সি মুসল্লিদের ঢুকতে দেওয়া হয়নি।
মন্তব্য করুন