গ্রুপ পর্বের শেষ দিনও আইপিএলের শেষ চারে যাওয়ার লড়াইতে তিন দল। অথচ জায়গা বাকি মাত্র একটি। 

রোববার মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আসর থেকে আগেই বিদায় নেওয়া হায়দরাবাদ মরণ কামড় দিতে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। 

শেষ চারে যেতে আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের ওই রান তাড়া করতে হবে। শুধু জিতলেই চলবে না তাদের। অপেক্ষা করতে হবে বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যেন আসরে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গুজরাটের কাছে যেন হারে। 

কারণ গুজরাট ছাড়াও চেন্নাইয়ের শেষ চার নিশ্চিত হয়েছে। তারা সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলবে। লক্ষ্নৌ সুপার জায়ান্টও শেষ চার নিশ্চিত করেছে। 

অন্যদিকে সাত জয় পেলেও মুম্বাই-এর নেট রান রেট কম। সেজন্য শেষ ম্যাচে জিতলেই শেষ চারে যাবে না তারা। সাত জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকা ব্যাঙ্গালুরুর হার প্রত্যাশা করতে হবে। ওদিকে ব্যাঙ্গালুরু-মুম্বাই দুই দলই হারলে নেট রান রেটে শেষ চারে চলে যাবে রাজস্থান রয়্যালস। 

রোববার মুম্বাইয়ের বিপক্ষে বড় রান করার পথে হায়দরাবাদ ১৩.৫ ওভারে ১৪০ রানের ওপেনিং জুটি গড়ে। ভিভরান্ট শর্মা ৪৭ বলে নয়টি চার ও দুই ছক্কায় খেলেন ৬৯ রানের ইনিংস। মায়াঙ্ক আগারওয়াল ৪৬ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চার ও চারটি ছক্কার শট আসে। পরে হেনরিক ক্লাসেন ১৮ ও এইডেন মার্করাম ১৩ রান করলে বড় সংগ্রহ পেয়ে যায় হায়দরাবাদ।