ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বিবিসির তথ্যচিত্র দেখানোকে ঘিরে গুজরাটভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাস্টিস অন ট্রায়াল’র মানহানি মামলা দায়ের করেছে। সেই মামলায় উপস্থিত হওয়ার জন্য দিল্লি হাইকোর্ট এবার সমন জারি করেছে। খবর আল-জাজিরার 

বেসরকারি সংস্থাটির আইনজীবী হরিষ সালভি মনে করেন, বিবিসির ২ পর্বের তথ্যচিত্রে ভারত ও এর বিচার ব্যবস্থাকে হেয় করা হয়েছে।

আদালত বলেছে, বিবিসির তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির ভূমিকা নিয়ে যা তুলে ধরা হয়েছে তা ভারতের সুনাম ক্ষুণ্ণ করেছে। তথ্যচিত্রটি বর্তমান প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তৈরি করা হয়েছে বাদীর এমন দাবির প্রেক্ষিতে বিবাদীকে তলব করা হয়েছে।