- আন্তর্জাতিক
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে আ.লীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে আ.লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মুজিব সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের জন্য সাধুবাদ জানান। একইসঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদসহ আরও অনেকে।
মন্তব্য করুন