- আন্তর্জাতিক
- আমার আন্দোলন একজন মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে
ফেসবুক লাইভে জাহাঙ্গীর
আমার আন্দোলন একজন মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ফাইল ফটো)
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সোমবার রাতে ফেসবুক লাইভে বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়, আমার প্রিয় পার্টির বিরুদ্ধে নয়, আমার আন্দোলন হলো একজন মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যক্তি ভোট দখলের চেষ্টা করছেন। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। দেশি-বিদেশিরা এ নির্বাচন দেখবেন, এ সরকারকে প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।’
তিনি আরও বলেন, তাঁকে না বলে গাজীপুরের কাউকে জিজ্ঞেস না করে মন্ত্রণালয় থেকে তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নির্বাচিত হওয়ার আগে কোথাও ৪০ ফুট সড়ক ছিল না। তাঁর মা সাহস জোগানোয় উন্নয়ন কাজ করেছেন।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, প্রতিপক্ষ মিথ্যা তথ্য দিয়ে ভোট চাচ্ছে। বলা হচ্ছে তিনি (জাহাঙ্গীর) সাতশ কোটি টাকা মেরে দিয়েছেন। অনেক পত্রিকা ও টেলিভিশনকে তাঁর মায়ের ভোটের খবর প্রচার না করার জন্য বলা হয়েছে। তিনি সব ভোটারের প্রতি তাঁর মায়ের প্রতীক টেবিল ঘড়িতে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন