- আন্তর্জাতিক
- যে কারণে জেদ্দায় জেলেনস্কির আরব লীগ সম্মেলনে উপস্থিতি গুরুত্বপূর্ণ
যে কারণে জেদ্দায় জেলেনস্কির আরব লীগ সম্মেলনে উপস্থিতি গুরুত্বপূর্ণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (বামে) সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে দেখা গেছে। জেদ্দায় তিনি ভাষণ দিয়েছেন। আরব নেতাদের সারিতে জেলেনস্কিকে ঠিক মানানসই লাগেনি। কিন্তু কিছু কারণে ঠিকই সৌদি আরব ও আরব লীগ কর্তৃপক্ষ জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে।
ইউক্রেনের জন্য সমর্থন আদায়ে মরিয়া জেলেনস্কি। এই পরিস্থিতিতে এসে আরবদের কাছে গেলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কিন্তু আরব নেতারা ইউক্রেনে আগ্রাসনের শুরুটা থেকে কিছুটা নিরপেক্ষ ভূমিকা বজায় রেখেছিল। তবে বেশিরভাগ আরব দেশ জাতিসংঘে ইউক্রেন আগ্রাসন প্রসঙ্গে ভোটে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছিল এবং কেউ কেউ কোনো পক্ষ না নিয়ে চুপ থেকেছিল। কিন্তু সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো তো রাশিয়ার পক্ষেই অবস্থান নিয়ে রয়েছে। ভাষণে জেলেনস্কি তো বলেই ফেললেন, ‘কিছু আরব নেতা ইউক্রেনের দু:খদুর্দশার বেলায় চোখ বুজে থাকেন।’
আরব নেতারা ভেবে নিয়েছেন, ইউক্রেনে আগ্রাসনের বিষয়টি একটি ইউরোপীয় সমস্যা, যেটি পশ্চিমা দেশগুলো আর রাশিয়ার মধ্যকার সংকট। সুদান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনের মতো ইস্যুগুলো স্বভাবতই সৌদি আরবের কাছে বেশি গুরুত্ব পায়।
কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইন রিয়াদ’র জ্যেষ্ঠ ফেলো জোসেফ এ কেচিচিয়ান আলজাজিরাকে বলেন, ‘জেলেনস্কির বক্তব্যে আরব রাজনৈতিক ভাষ্যকাররা বেশ চমকে গিয়েছিলেন। বিশেষ করে যখন তিনি আরব নেতাদেরকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের জায়গা পুনর্বিচেনার আহ্বান জানালেন।’
এ সফরের মাধ্যমে জেলেনস্কি আরব-ইউক্রেন সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছেন। বছরের পর বছর ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) গালফ রাষ্ট্রগুলো গম, জ্বালানি ও তেলছাড়া অন্য ব্যবসা এবং পর্যটনের মতো খাতের জন্য ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
এ বছর সৌদি আরব ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের সহযোগিতার ঘোষণা দেয়। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয়দের বন্দিদশা থেকে মুক্তির ক্ষেত্রেও বিশেষ অবদান রাখে সৌদি আরব। ফলে এ যাত্রায় সৌদি আরবকে ধন্যবাদ দেওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানে জি-৭ সম্মেলনে যাওয়ার পথে জেদ্দায় নেমে আরব লীগের সম্মেলনে উপস্থিত হন এবং সৌদি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানান জেলেনস্কি। এই সাক্ষাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা রাখার আগ্রহের কথা জানান মোহাম্মদ বিন সালমান।
রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়ায় মুসলমানদের দুর্দশার কথাও আরব লীগ সম্মেলনে তুলে ধরেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত মার্চে দোহা ফোরামেও এ বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তিনি।
নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক ক্যারোলাইন রোজ আলজাজিরাকে বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে জেলেনস্কির জন্য এটি একটি দারুণ সুযোগ বলে আমি মনে করি। একটি ব্যাপারে আমি নিশ্চিত করে বলছি না, তবে পশ্চিমা বিশ্বের বাইরের বড় শক্তির সঙ্গে বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে সৌদি আরবের যে সখ্যতা তা গুরুত্ব বহন করতেও পারে।’
মন্তব্য করুন