আগামীকাল মুক্তি পাবে আনোয়ার পরিচালিত ও চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘মা’। ছবিটি গত ২০ মে কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্মে’ উদ্বোধনী প্রদর্শনী হয়। ‘মা’ ছবির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। আরও অভিনয় করেছেন– আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন।