- আন্তর্জাতিক
- আফগানদের বিপক্ষে 'মনের মত' উইকেট বানাচ্ছে বিসিবি
আফগানদের বিপক্ষে 'মনের মত' উইকেট বানাচ্ছে বিসিবি

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরের পর আবার টেস্ট খেলতে আসছে রশিদ-নবীরা। এবার অবশ্য চট্টগ্রাম নয়, ১৪ জুন পছন্দের মিরপুরেই হবে টেস্ট। এবার বাংলাদেশ দলে কোনো পরীক্ষা চালাবে না বিসিবি। একেবারে মূল দলের সর্বোচ্চ শক্তি নিয়েই নামবে বাংলাদেশ।
দুই দলের প্রথম দেখাতে নিজেদের পরিকল্পনায় নিজেরাই ধরা খেয়ে ম্যাচটি হেরেছিল সাকিব আল হাসানের দল। তবে এবার উইকেট কেমন হচ্ছে, তা নিয়ে খোলাসা করতে আগ্রহী নন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বৃহস্পতিবার মিরপুরে বাশারের কাছে উইকেট নিয়ে প্রশ্ন রাখা হলে তিনি সে সম্পর্কে কোনো পূর্ব ধারণা দিতে রাজি হননি। বাশার বলেন, 'আমাদের তো প্ল্যান আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিস্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন পিচে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না।'
নির্বাচক বাশার পরিষ্কার জানিয়ে দেন, 'মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে, সেটা সমন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মত করে উইকেট তৈরি করা হচ্ছে।'
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি নিয়ে বেশিই সিরিয়াস বিসিবি। তাদের বিপক্ষে দল সাজানোর কাজটাও সহজ নয়। তবে আফগানদের বিপক্ষে আগের চেয়েও আত্মবিশ্বাসী থাকবে জানিয়ে বাশার বলেন, আগের চেয়ে দল অনেক বেশি আত্মবিশ্বাসী। আস্থাটাও বেশি। ক্রিকেটার নির্বাচন বা দল সাজানোর সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমার মনে হয়, আমরা এখন অনেক আত্মবিশ্বাসী।'
দলে কোন নতুন মুখ বা চমক থাকবে কিনা? জানতে চাওয়ায় নির্বাচক বাশারের জবাব, 'চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব ডেফিনিটলি যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করব।'
মন্তব্য করুন