মাত্র ছাপ্পান্ন বছর বেঁচেছিলেন ইয়ান ফ্লেমিং। কিন্তু তাঁর সৃষ্ট চরিত্র জেমস বন্ড শতবর্ষী হতে চলেছে। বন্ডের গল্প কিন্তু এখনো থামেনি, শুধু বদলেছে এর লেখক। সাম্প্রতিক সময়ে বন্ডের গল্প লিখে সাড়া ফেলেছেন চার্লি হিগসন। পার্থক্য— তাঁর বন্ড বয়েসে আরো তরুণ; ইটন কলেজের ছাত্র। প্রথম তারুণ্যের বন্ড লিখে সদ্য কৈশোরোত্তীর্ণদের হৃদয় জয় করার পর চার্লি হিগসনের কাছে নতুন অনুরোধ নিয়ে আসে স্বয়ং ইয়ান ফ্লেমিং পাবলিকেশন্স। ৪ মে রাজা তৃতীয় চার্লসএর রাজ্যাভিষেককে সামনে রেখে চার্লি হিগসনকে বন্ডের একটা নতুন গল্প লেখার অনুরোধ করে প্রতিষ্ঠানটি। হিগসন তাতে সাড়া দিয়ে লেখেন, অন হিজ ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস। নামটি মনে করিয়ে দেয় ইয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত গ্রন্থ ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ এর কথা। জানা যায়, হিগসনের বন্ড সামসময়িক বাস্তবতার চরিত্র। মোটা দাগে বন্ডের মিশনের ধরন একইরকম থাকলেও, নতুন গল্পের স্বাদ পাবেন পাঠকবৃন্দ। এ গল্পে, তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান পণ্ড করতে ভাড়াটে বোম্বেটে নিয়ে যুদ্ধে নেমে পড়া অ্যাথেলস্টান অব ওয়েজেক্সকে ব্যর্থ করে দেবেন রাজাহিতৈষী ০০৭। কালের খেয়া ডেস্ক