সাইক্লিংয়ের সময় দুর্ঘটনায় পা অবশ হয়ে গিয়েছিল ৪০ বছর বয়সী গের্ট-জান ওস্কাম নামে এক ব্যক্তির। কিন্তু তাঁর মেরুদণ্ডের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী ইমপ্লান্ট ব্যবহারের মাধ্যমে এখন আবার হাঁটতে পারছেন তিনি। নেদারল্যান্ডসের নাগরিক ওস্কাম চীনে এই দুর্ঘটনায় পড়েছিলেন ১২ বছর আগে।

নেচার জার্নালে সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা বলছে, তাঁর ব্রেন-স্পাইন ইন্টারফেস (বিএসআই) এক বছর ধরে স্থিতিশীল রয়েছে। এ অবস্থায় দাঁড়াতে, হাঁটতে, সিঁড়ি বেয়ে উঠতে পারছেন ওস্কাম । এমনকি বিএসআই বন্ধ হয়ে গেলে ওস্কাম তাঁর পায়ের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারছেন।

ওস্কাম বলেন, ‘আমি আবার আগের মতো হাঁটতে চাইতাম। আমি বিশ্বাস করতাম, হয়তো এটা এক সময় সম্ভব হবে।’

ওস্কাম এর আগে গ্রেগোয়ার কোর্টিনের একটি পরীক্ষায় অংশ নেন। ২০১৮ সালে ওই দলের গবেষণায় বেরিয়ে আসে প্রযুক্তি মেরুদণ্ডের নিচের অংশকে উদ্দীপিত করতে পারে। এটি মেরুদণ্ডের আঘাতে আক্রান্ত ব্যক্তিদের আবার হাঁটতে সাহায্য করতে পারে।

তবে এই হাঁটার জন্য ওস্কামকে একটি ব্যাগ বহন করতে হয়। সেখানে একটি ডিভাইস থাকে, যা মস্তিষ্ককে মেরুদণ্ডের সঙ্গে যুক্ত করে।